২০১৫ সালে সারাদেশে ছোট বড় ৬ হাজার ৫৮১টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৮ হাজার ৬৪২ জনের প্রাণহানির পাশাপাশি ২১ হাজার ৮৫৫ জন আহত হয়েছেন।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির ‘বাংলাদেশের সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবদেন-২০১৫’ এ এসব তথ্য জানানো হয়। এতে প্রতিবেদন তুলে ধরেন সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় ৮ হাজার ৬৪২ জন নিহত এবং ২১ হাজার ৮৫৫ জন আহত হয়েছন। আহতদের মধ্যে হাত পা হারিয়েছে বা অন্য কোনো অঙ্গ হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন ১ হাজার ৩০৫ জন। এতে বিশেষভাবে উল্লেখ করা হয়, দুর্ঘটনার সিংহভাগই পরিবারের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দারিদ্যের কাতারে নেমেছে পরিবারগুলো।
সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক বলেন, ২০১৫ সালে ১ হাজার ১৮৫টি বাস, ১ হাজার ৫৬ টি ট্রাক-কার্ভার্ড ভ্যান, ৮৭২টি হিউম্যান হলার, ৮৫২টি প্রাইভেট কার- মাইক্রোবাস, ১ হাজার ৬৭৮টি অটোরিকশা, ১ হাজার ৭৭১টি মোটরসাইকেল, ১ হাজার ৭১ টি ব্যাটারি চালিত অটো রিকশা ও ১ হাজার ৩৩টি নসিমন করিমন দুর্ঘটনার কবলে পড়েছে।
‘এসব দুর্ঘটনায় ১ হাজার ৮০ জন ছাত্র-ছাত্রী, ৩০৫ জন শিক্ষক, ১৩৩ জন সাংবাদিক, ১০৯ জন ডাক্তার, ১২৪ জন আইনজীবী, ১০৬ জন প্রকৌশলী, ৫৩৫ জন পরিবহন শ্রমিক ও ৫১৯ জন চালক, ২৮০ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ৮০১ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ২ হাজার ২৪১ জন পথচারী, ২৬১ জন সহকারী কর্মকর্তা কর্মচারী, ১ হাজার ৬৭৭ জন নারী, ১ হাজার ১২২ জন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।’
বিডি-প্রতিদিন/০৯ জানুয়ারি, ২০১৬/মাহবুব