যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বিরুদ্ধে বিরুদ্ধে দুই বছরের লড়াইয়ে অন্তত ৫০ হাজার যোদ্ধা হারিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। যুক্তরাষ্ট্রের একজন সামরিক কর্মকর্তা এ তথ্য দিয়েছেন।খবর বিবিসির।
বিমান শক্তি ব্যবহার ও স্থানীয় বাহিনীগুলোকে দেয়া যুক্তরাষ্ট্রের সীমিত সামরিক সহায়তা কতটা ফলপ্রসূ হয়েছে, এটা তারই প্রমাণ বলে দাবি করা হয় ওই প্রতিবেদনে। অবশ্য যুক্তরাষ্ট্র বারবার হুঁশিয়ার করেছে, আইএস দ্রুত ঘাটতি পূরণে সক্ষম।
বর্তমানে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল পুনরুদ্ধারে দেশটির বাহিনী লড়াই চালাচ্ছে। মার্কিন ওই সামরিক কর্মকর্তা জানান, মসুলের মতো স্থানগুলোতে জোট বাহিনী বিমান হামলা বাড়াতে পারে। তাতে বেসামরিক সাধারণ জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে।
২০১৪ সালে ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে ইসলামিক 'খিলাফত' প্রতিষ্ঠার ঘোষণা দেয় আইএস। কিন্তু বর্তমানে রাশিয়া, তুরস্ক, ইরাক, সিরিয়া এবং কুর্দি বাহিনী এই জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিমান শক্তিও সেখানে সহায়তা দিচ্ছে।
বিডি প্রতিদিন/৯ ডিসেম্বর, ২০১৬/ফারজানা