মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের ৫ নম্বর কেটে নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট।
একইসঙ্গে সরকারের নেওয়া এই সিদ্ধান্ত কেন বেআইনী ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো.জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ড. ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন), মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত জুন মাসে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় মেধা তালিকা তৈরিতে নতুন নিয়ম চালুর সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সিদ্ধান্ত অনুযায়ী এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় আগের বছরের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের সর্বমোট নম্বর থেকে ৫ নম্বর কর্তন এবং আগের বছরে সরকারি কলেজে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে ৭ দশমিক ৫ নম্বর কর্তন করে মেধা তালিকা তৈরি করা হবে বলে জানানো হয়। ওই সময় জানানো হয় ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে এ নিয়ম চালু হবে।
বিডিপ্রতিদিন/ ১২ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান