সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের দেশ সার্বিয়া। ব্যাপক পুলিশি বাধার মুখেও দেশটিতে তীব্র আকার ধারণ করেছে এই আন্দোলন।
স্থানীয় সময় শনিবার রাজধানী বেলগ্রেডে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ।
ভ্যালিয়েভো শহরে ক্ষমতাসীন দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি (এসএনএস)-এর কার্যালয় লক্ষ্য করে হামলা চালায় বিক্ষোভকারীরা। কার্যালয়ে পাথর ছোড়ে, জানালা ভেঙে ফেলে এবং ভাঙচুর চালায় তারা। কেউ কেউ বাজি ও ফ্লেয়ার নিক্ষেপ করে।
বেশ কয়েক মাস ধরে বিক্ষোভ চললেও সম্প্রতি আন্দোলনকারীদের ওপর পুলিশের নির্যাতনের অভিযোগ ওঠায় ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে ক্ষোভ। এতদিন শান্তিপূর্ণ আন্দোলন চললেও বুধবার রাতে সংঘর্ষে আহত হয় ২৭ পুলিশ সদস্য ও প্রায় ৮০ জন বেসামরিক নাগরিক।
এছাড়াও আটক করা হয় ৪৭ জনকে। এরপর থেকেই বেড়ে চলেছে আন্দোলনের তীব্রতা। সূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান
বিডি প্রতিদিন/একেএ