অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা থেকে কাচঁপুর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শুক্রবার ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট তীব্র আকার ধারণ করে। মহাসড়কের কুমিল্লার ৯৬ কি. মি. অংশের মধ্যে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় ২ কি. মি. যানজট রয়েছে। তবে গোমতী সেতু থেকে মেঘনা সেতু, মুন্সিগঞ্জের গজারিয়া ও সোনারগাঁও এলাকা হয়ে কাচঁপুর ব্রিজ পর্যন্ত যানজট তীব্র আকার ধারণ করেছে। ওই সড়কের প্রায় ৩০ কি. মি. অংশে যানবাহন আটকে আছে। আর যাত্রীদের ভোগান্তি রয়েছে গেছে। ওই ৩০ কি. মি. অংশ অতিক্রম করতে প্রায় ৫/৬ ঘণ্টা সময় লাগছে।
গজারিয়া এলাকায় যানজটে আটকে থাকা এক যাত্রী জানান, ৫ ঘণ্টা ধরে যানজটে পড়ে আছি। গাড়ি একটুও নড়ছে না। অসহনীয় যানজট।
এ ব্যাপারে দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, মূল যানজট মেঘনা সেতু, গজারিয়া, কাচঁপুরে। সেখানে কোনো গাড়িই পাঠাতে পারছি না। যার ফলে কুমিল্লার দাউদকান্দি অংশে ২ কি. মি. যানজট রয়েছে। মেঘনা সেতু-গজারিয়াতে যানজট হ্রাস না পেলে কুমিল্লার অংশে যানজট বাড়তে পারে।
বিডি-প্রতিদিন/ ২৭ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ