সড়কে খানাখন্দ ও চার লেনের কাজের কারণে শনিবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ২০ কিলোমিটার এলাকায় যানজট দেখা গেছে। মির্জাপুর উপজেলার কদিম ধল্যা থেকে কালিয়াকৈর পর্যন্ত এ যানজট দেখা যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এ ব্যাপারে পুলিশ বলছে, সড়কে খানাখন্দ ও চার লেনের কাজের কারণে যানবাহন ঠিকমতো চলতে পারছে না। চার লেনে কাজ শুরু হওয়ার পর থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায়ই যানজট লাগে।
এর আগে শুক্রবার মধ্যরাতের দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আজমত আলী ফিলিং স্টেশনের কাছে রাস্তায় একটি ট্রাক বিকল হয়ে গেলে এই যানজট দেখা দেয়। তবে ট্রাকটি আজ সকালে রেকার দিয়ে সরিয়ে নেয়া হলে ধীরগতিতে গাড়ি চলাচল শুরু হয় বলে জানিয়েছেন মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এসআই গোলাম কিবরিয়া।
বিডি-প্রতিদিন/ ২৮ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ