বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। এ মামলাার রায়কে ঘিরে জনমনে সৃষ্টি হয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠার। দেশজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা।
এক নজরে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা
১. রমনা থানায় ২০০৮ সালের ৩ জুলাই মামলা দায়ের করা হয়।
২. মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হারুন-অর রশিদ।
৩. এজাহারে টাকা আত্মসাতের (ঘটনার) সময়কাল হিসেবে ১৩ নভেম্বর
৪. ১৯৯৩ হতে ২৮ মার্চ ২০০৭ সালকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
৫. ২০১০ সালের ৫ আগস্ট অভিযোগপত্র দাখিল করা হয়।
৬. মামলার কার্যদিবস ২৬১ দিন ।
৭. খালেদা জিয়া হাজিরা দেন ৪৩ দিন।
৮. খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেন আট দিন।
৯. সব মিলিয়ে বর্তমানে এ মামলার আসামির সংখ্যা ছয়জন।
১০. এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ৩২ জন।
১১. গত ২৫ জানুয়ারি ২০১৮ রায়ের দিন ধার্য করেন বিশেষ আদালত-৫-এর বিচারক ড. আখতারুজ্জামান।
১২. রায়ের দিন ধার্য ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ২০১৮।
বিডিপ্রতিদিন/ ০৮ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান