সুইজারল্যান্ডের জেনেভায় চলমান ১৩৮তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এসেম্বলিতে বাংলাদেশ রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে সকল সদস্য দেশের সহযোগিতা কামনা করেছে। ‘উদ্বাস্তু, সুরক্ষা ও আশ্রয় ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহযোগিতার এ আহবান জানান। সংসদ সচিবালয় আজ এ তথ্য জানিয়েছে।
গত ২৩ মার্চ ছয় দিনব্যাপী ১৩৮তম আইপিইউ সম্মেলনে জেনেভায় শুরু হয়েছে। চীফ হুইপ আ.স.ম ফিরোজের নেতৃত্বে ১৪ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। সেখানে মূল এসেম্বলিসহ বিভিন্ন গ্রুপ বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য তুলে ধরছেন প্রতিনিধি দলের সদস্যরা। এরমধ্যে ‘স্টান্ডিং কমিটি অন পিস এন্ড সিকিউরিটি’ বৈঠকে চীফ হুইপ আ.স.ম ফিরোজের নেতৃত্বে অংশ নেন ডা. দীপু মনি, আবুল কালাম আজাদ, এ বি এম ফজলে করিম চৌধুরী, বেগম রওশন আরা মান্নান।
বৈঠকে বিশ্বের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিশ্ব শান্তি বজায় রাখার উপর গুরুত্বারোপ করে বাংলাদেশ। ‘এডভাইজরি গ্রুপ অন হেলথ’ বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশের এমপি হাবিবে মিল্লাত। বৈঠকে আগামী কয়েক বছরে বাস্তবায়নযোগ্য স্বাস্থ্য বিষয়ক পরিকল্পনা গ্রহণ করা হয়। এ বৈঠকে আইপিইউর ১২ সদস্যসহ ডব্লিউএইচও, ইউএনএআইডি, ফাও-এর নির্বাহী পরিচালক অংশগ্রহণ করেন। এছাড়া ‘এশিয়া প্যাসিফিক গ্রুপ’ বৈঠকে অংশ নেন আবুল কালাম আজাদ, এইচ.এম ইব্রাহীম, মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহহাব, এ.কে এম রেজাউল করিম তানসেন। এশিয়ান পার্লামেন্টারি এসেম্বলিতে ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, মাহফুজুর রহমান, কমিটি অন হিউম্যান রাইটস এ বি এম ফজলে করিম চৌধুরী অংশ নেন। ২৮ মার্চ পর্যন্ত আইপিইউ এসেম্বলি চলবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার