জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা নরসিংদীর শেখেরচরের সেই বাড়িতে অভিযান চালাচ্ছে সোয়াত টিম।
বাড়ির ভিতরে বেলা সাড়ে ১১টা থেকে প্রায় ঘণ্টাখানেক দফায় দফায় গুলির শব্দ পাওয়া যায়। দুপুর সাড়ে ১২টার দিকে আইজিপি জাবেদ পাটোয়ারী ঘটনাস্থলে যান। তখনও গুলি শব্দ শোনা যাচ্ছিল। দুপুর ৩টায়ও বাড়ির ভেতর থেকে গুলি বিনিময়ের শব্দ পাওয়া গেছে।
এর আগে সকাল ১০টা ১০ মিনিটে ঢাকা থেকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এলে সোয়াতের টিম এ অভিযান শুরু করে।
অভিযান এখনও চলছে। শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাবে না। অভিযান শেষে ব্রিফিং করা হবে বলে জানিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন