বৈশাখী টেলিভিশনের হেড অব নিউজ অশোক চৌধুরীর পিতা বিশিষ্ট সমাজসেবী ও চট্টগ্রামের গোলপাহাড় কালীমন্দির পরিচালনা পর্ষদের সদস্য সুধীর কুমার চৌধুরী (৮৪) পরলোক গমন করেছেন। আজ শুক্রবার ভোর সোয়া ৬টায় প্রবর্তক সংঘ এলাকার নিজ বাসভবনে পরলোক গমন করেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে নিজ গ্রামের বাড়ি পটিয়ার কচুয়াই ইউনিয়নে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
সুধীর কুমার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম। এছাড়া আরও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।
বিডি প্রতিদিন/এনায়েত করিম