সৌদি আরবে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে শুক্রবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন প্রধানমন্ত্রী মক্কায় জুমার নামাজ আদায় করেন। আগের রাতে সফরসঙ্গীদের নিয়ে ওমরাহ পালন করেন তিনি।
শুক্রবার দিবাগত রাত ১টা ২০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে মঙ্গলবার ওই সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী।
বিডি প্রতিদিন/২০ অক্টোবর ২০১৮/আরাফাত