বাংলাদেশি নাগরিকেদের অন-অ্যারাইভাল ভিসা চালু করতে চায় চীন। ঢাকা সফররত চীনা জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ও পার্টি কমিটির সম্পাদক ঝাও কেঝি এ প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে দু’দেশের মধ্যে তিনটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এগুলো হলো- আইন শৃঙ্খলা-বাহিনীর প্রশিক্ষণ সহযোগিতা চুক্তি, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে সহযোগিতা চুক্তি ও পুলিশ বিভাগের জন্য অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ চুক্তি।
এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশি নাগরিকদের চীন ভ্রমণে দেশ থেকে ভিসা না নিলেও যেন চলে, এজন্য অন-অ্যারাইভাল ভিসা চালুর প্রস্তাব দিয়েছেন চীনা স্বরাষ্ট্র ও জননিরাপত্তা মন্ত্রী। এখন বিষয়টি নিয়ে আলোচনার পর চুক্তি সই হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান বৈঠকে রোহিঙ্গা ইস্যু, জননিরাপত্তা, আঞ্চলিক শান্তি ও আইন-শৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতা বাড়ানো, সন্ত্রাসবাদ দমনে গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও প্রশিক্ষণ, সাইবার অপরাধ, মানি লন্ডারিং নিয়েও দু’দেশের মধ্যে আলোচনা হয়েছে। একই সঙ্গে এসব বিষয়ে জয়েন্ট ওয়াকিং গ্রুপ গঠনেও রাজি হয় দু’দেশ।
চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী তিন দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন। চীনের এই মন্ত্রী চলতি মাসে ভারত ও মিয়ানমার সফর করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ