জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক বৈঠকে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ৮ প্রতিনিধির শপথ না নেওয়ার সিদ্ধান্ত হয়। আর ওই সিদ্ধান্ত মোতাবেক বিএনপি ও ঐক্যফ্রন্টের কেউ এখন পর্যন্ত শপথ নেননি।
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী ৩০ জানুয়ারি। আইন অনুযায়ী, সংসদের প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের স্পিকারকে অবহিত না করলে বা শপথ না নিলে সদস্যপদ খারিজ হয়ে যাবে এবং ওই আসনটি শূন্য বলে বিবেচিত হবে।
সংসদ অধিবেশন শুরুর আর মাত্র দুদিন বাকি। এরই মধ্যে ঐক্যফ্রন্টের শপথ না নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন গণফোরাম মনোনীত ধানের শীষ প্রতীকে জয়ী সুলতান মোহাম্মদ মনসুর ও গণফোরামের দলীয় প্রতীক ‘উদীয়মান সূর্য’ নিয়ে জয়ী মোকাব্বির খান। তারা দু’জনই শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে শপথ নেওয়ার কারণও জানিয়েছেন তারা। বিভিন্ন গণমাধ্যমে গতকাল থেকে এমন খবরই প্রকাশিত হচ্ছে।
সুলতান মনসুর বলেছেন, ‘আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে বিশ্রামে আছি। এই সময়টাতে আমার নির্বাচনী এলাকা জনগণ, যারা শত ঝুঁকি নিয়েও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে। সারাদেশের অনেক নেতাকর্মী এবং সাধারণ মানুষের মতও আমি নিয়েছি। আমি একজন মানুষও পাইনি যিনি আমার শপথের বিপক্ষে। সবাই একবাক্যে বলেছেন আমার নির্বাচনী এলাকার জনরায়কে মূল্য দিয়ে শপথ নিতে। যেহেতু জনগণের জন্য রাজনীতি করি সেহেতু জনগণের মতামতকে মূল্য দিতে হবে।’
তিনি আরও,‘আমার নির্বাচনী এলাকার মানুষের যেমন আমার প্রতি প্রত্যাশা রয়েছে, তেমনি আমারও দায়বদ্ধতা রয়েছে তাদের মতের প্রতি।
এদিকে, সিলেট-২ আসনে নির্বাচিত মোকাব্বির খান বলেন, ‘নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ নেওয়ার বিষয়ে আমার নেতা ড. কামাল হোসেন সবসময় ইতিবাচক। আমরা দু’জনই (সুলতান মনসুর ও মোকাব্বির) শপথ নিব।’
তবে গণফোরামের এই দুই প্রার্থী শপথ নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও ঐক্যফ্রন্টের ব্যানারে বিজয়ী সুলতান মনসুরের জন্য তা শেষ পর্যন্ত সম্ভব হবে কি না, তা পরিষ্কার নয়। কেননা, তিনি ছিলেন ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী। আর তাকে শপথ নিতে হলে অবশ্যই ঐক্যফ্রন্টের সম্মতি প্রয়োজন।
এর আগে গণফোরাম নেতা ড. কামাল হোসেন প্রথমে শপথের পক্ষে সায় দিলেও ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল বিএনপির নির্বাচিতরা শপথ নেবেন না বলে সাফ জানিয়ে দেন। এমতাবস্থায় পরে গণফোরাম সভাপতি ড. কামালও ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত মেনে নেন।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে গণফোরাম মনোনীত ধানের শীষ প্রতীকে বিজয়ী সুলতান মনসুরের শপথের পক্ষে ঐক্যফ্রন্ট সিদ্ধান্ত দেবে কিনা সে বিষয়ে এখনও নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। হয়তো সময় হলেই তা জানা যাবে।
বিডি প্রতিদিন/কালাম