পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলের সদস্যরা সরকারের প্রতি রোহিঙ্গাদের সীমান্ত পার হয়ে দেশের অভ্যন্তরে ঢুকতে না দেওয়ার দাবি জানিয়েছেন। একইসঙ্গে তারা এ বিষয়ে সরকারকে সহযোগিতা দিতে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করারও দাবি জানান। তারা বলেন, দয়া করে রোহিঙ্গাদের ভাষাণচর কিংবা অন্য কোথাও নিবেন না। এতে মিয়ানমার বলবে, তারা তাদের নাগরিকদের স্থায়ী জায়গা দেওয়া শুরু করেছে।
ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে রবিবার সংসদের বৈঠকে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জাসদের (আম্বিয়া) নির্বাহী সভাপতি মঈনুদ্দিন খান বাদল, জাতীয় পার্টির সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজী এসব দাবি জানান। জাসদ নেতা বলেন, পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের মাটিতে সেফজোনের যে প্রস্তাব দিয়েছেন তাকে স্বাগত জানাই। এটাই রোহিঙ্গা সমস্যার ইতিবাচক সমাধান। তিনি আরো বলেন, আমাদের ফোকাস হওয়া উচিত তাদের ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করা। পররাষ্ট্রমন্ত্রী এ ইস্যুতে ভারত ও চীনের সহায়তা চেয়েছেন। আমার প্রস্তাব হলো এর সঙ্গে আমেরিকাকেও যুক্ত করতে হবে। এ সময় তিনি আরো বলেন, বার্মিজ সরকার সম্প্রতি রোহিঙ্গাল্যান্ডের কথা বলেছেন। সেটি কোথায় তা বলা মুশকিল। কিন্তু আমাদের ফোকাস হওয়া উচিত আকিয়াব। এই এলাকায় 'সেফ জোন' হবে। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে বার্মিজ সরকার সারাবিশ্বে 'আনট্রাস্টেড গর্ভনমেন্ট'। সকালে এক কথা বললে, বিকেলে আরেক কথা বলে। বার্মিজরা সারা বিশ্বে খোঁচাখুঁচিতে পারদর্শী। এজন্য গত ৫০ বছর ধরে তাদের বিভিন্ন স্টেটে সমস্যা লেগেই আছে।
জাতীয় পার্টির সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজী বলেন, আমাদের সংসদের কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধি অনুসারে একটি বিশেষ কমিটি গঠন করার বিধান রয়েছে। এই কমিটি রোহিঙ্গাদের নিয়ে পরিকল্পনার করে বিভিন্ন দায়িত্ব পালন করতে পারে। এর মধ্যে ভাষাণচর পরিদর্শন, প্রয়োজনে মিয়ানমারসহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করে সরকারকে সহায়তা দেবে। আমার প্রস্তাব হলো বিশেষ কমিটি করা হোক। উল্লিখিত বিধি অনুযায়ী সর্বনিম্ন ১৫ ও সর্বোচ্চ ২৩ সদস্যের সংদীয় কমিটি হয়ে থাকে। এই কমিটি গঠনের জন্য আমরা একটি নোটিশ দিতে পারি।
রুস্তম আলী ফরাজীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকারের দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া বলেন, এটা খুব ভাল প্রস্তাব দিয়েছেন। আপনি চাইলেই একটি নোটিশ দিতে পারেন, এটা আমরা ইতিবাচকভাবে বিবেচনা করব। তবে এতক্ষণ এ বিষয়ে আপনারা যা বললেন, তাতে আসলে কাজের কাজ কিছুই হবে না। তাই যদি একটি নোটিশ দেন তাহলে সেটি ভাল একটি উদ্যোগ হবে।
বিডি-প্রতিদিন/১০ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব