আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা আজ শুক্রবার। বিকাল সাড়ে ৪টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় কেন্দ্রীয় সম্মেলন ও তৃণমূলকে ঢেলে সাজাতে গাইডলাইন দেবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় প্রধানের গাইডলাইন নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তৃণমূল সফরে যাবেন কেন্দ্রীয় নেতা ও উপদেষ্টারা।
যৌথসভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
এদিকে গুলিস্তানে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কড়া নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মৎসব ভবন থেকে গুলিস্তান দলীয় কার্যালয় পর্যন্ত রাস্তার দুই ধারে অবস্থান নিতে শুরু করেছেন।
বিডি প্রতিদিন/কালাম