Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২৪ এপ্রিল, ২০১৯ ২২:৩৩
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯ ০২:২৮

দ্রুত সংসদ নির্বাচনের দাবি জানালেন মোকাব্বির খান

নিজস্ব প্রতিবেদক

দ্রুত সংসদ নির্বাচনের দাবি জানালেন মোকাব্বির খান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান চাইলেন সিলেট-২ আসন থেকে নির্বাচিত গণফোরাম দলীয় এমপি মোকাব্বির খান।

বুধবার রাতে জাতীয় সংসদের অধিবেশনে যোগদানের পর দেওয়া প্রথম শুভেচ্ছা বক্তৃতায় তিনি এই দাবি জানান। 

কারাবন্দি খালেদা জিয়ার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে সংসদে মোকাব্বির খান বলেন, কারাগারে বিএনপি  নেত্রীর চিকিৎসা হচ্ছে না। এ নিয়ে জনমনে অসন্তোষ রয়েছে। আমি তার সুচিকিৎসা দাবি করি। 

আমার নির্বাচনী আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীকে খুঁজে বের করার দাবি জানিয়ে তিনি বলেন, এলক্ষ্যে একটি কমিশন গঠন করা হোক।

জাতীয় ঐক্যফ্রন্ট সম্পর্কে মোকাব্বির খান বলেন, ড. কামাল হোসেন যে ঐক্য গঠন করেছেন সেটাতে স্বাধীনতা বিরোধীদের কোনো স্থান নেই। এসময় অতিদ্রুত একটি সাধারণ নির্বাচনের আয়োজন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান তিনি। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন


আপনার মন্তব্য