১২ নভেম্বর, ২০১৯ ০৮:৫৭
কসবা ট্রেন দুর্ঘটনা

শিক্ষা সদন স্কুলে খোলা হয়েছে কন্ট্রোল রুম

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা সদন স্কুলে খোলা হয়েছে কন্ট্রোল রুম

ঢাকা চট্টগ্রাম রেল পথে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুটি ট্রেনের সংঘর্ষে এখন পর্যন্ত ১৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থলের পাশে শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেই স্কুলেই রাখা হয়েছে ঘটনাস্থলেই নিহত হওয়া ৯ জনের লাশ। 

সকাল সাড়ে ৮টায় ইউএনও মাসুদ উল আলম জানান, এই ৯ জনের মধ্যে ৫ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন। এছাড়া হাসপাতালে আহত এক শিশুর মৃত্যু হয়। হাসপাতালে মারা যাওয়া বাকি ৫ জন পুরুষ বলে জানা গেছে। 

তিনি বলেন, দুর্গটনার পর স্থানীয় গ্রামবাসীরা উদ্ধার কাজে অংশ নেয়। সংবাদ দেওয়া হয় ফায়ার সার্ভিস ও পুলিশকে। স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়। ইতিমধ্যে আহত ও নিহতদের উদ্ধার করা হয়েছে। আহত-নিহতদের বিষয়ে খোঁজ খবরের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। লাশ সনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এখন দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধারের কাজ শুরু হবে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর