ঢাকা চট্টগ্রাম রেল পথে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুটি ট্রেনের সংঘর্ষে এখন পর্যন্ত ১৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থলের পাশে শিক্ষা সদন বায়েক উচ্চ বিদ্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেই স্কুলেই রাখা হয়েছে ঘটনাস্থলেই নিহত হওয়া ৯ জনের লাশ।
সকাল সাড়ে ৮টায় ইউএনও মাসুদ উল আলম জানান, এই ৯ জনের মধ্যে ৫ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন। এছাড়া হাসপাতালে আহত এক শিশুর মৃত্যু হয়। হাসপাতালে মারা যাওয়া বাকি ৫ জন পুরুষ বলে জানা গেছে।
তিনি বলেন, দুর্গটনার পর স্থানীয় গ্রামবাসীরা উদ্ধার কাজে অংশ নেয়। সংবাদ দেওয়া হয় ফায়ার সার্ভিস ও পুলিশকে। স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়। ইতিমধ্যে আহত ও নিহতদের উদ্ধার করা হয়েছে। আহত-নিহতদের বিষয়ে খোঁজ খবরের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। লাশ সনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এখন দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধারের কাজ শুরু হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন