আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আদালতে জামিন জালিয়াতি বন্ধে সরকার বদ্ধপরিকর। এজন্য জালিয়াতিতে জড়িত প্রকৃত অপরাধীদের সনাক্তকরাসহ ফৌজদারী আইনে বিচারের সম্মুখীন করা হয়। পাশাপাশি ক্ষেত্রমতো বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়ে থাকে। এধরনের জালিয়াতি বন্ধে সরকার বদ্ধপরিকর। জামিন জালিয়াতির বিষয়ে উচ্চ আদালত থেকে আগেই সতর্কীকরণ ব্যবস্থা নেয়া হয়েছে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্বে একাদশ সংসদের ষষ্ঠ অধিবেশনে আজ টেবিলে উত্থাপিত আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
আইনমন্ত্রী আরও জানান, জামিন দেয়া সংশ্লিষ্ট আদালতের কর্মকর্তার সাথে কারাগার কর্তৃপক্ষ যোগাযোগ করে জামিন আদেশের সত্যতা সম্পর্কে নিশ্চিতি হওয়াসহ সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্টে ‘অনলাইন বেইল কনফরমেশন’ সফটওয়ার সিস্টেম চালু রয়েছে। যার মাধ্যমে অধস্তন আদালত উচ্চ আদালত কর্তৃক জামিনের সত্যতা যাচাই করে নিশ্চিত হতে পারছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার