বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখে করেছেন তার স্বজনরা।
শুক্রবার বিকাল তিনটার দিকে খালেদা জিয়ার ছয় স্বজন হাসপাতালে প্রবেশ করেন। এর প্রায় দেড় ঘণ্টা পর তারা হাসপাতাল থেকে বেরিয়ে যান। তবে এ সময় খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কান্দারের সঙ্গে গণমাধ্যমকর্মীরা কথা বলতে চাইলে তিনি কথা না বলেই চলে যান।
এদিন, খালেদা জিয়ার স্বজনদের মধ্যে আরও ছিলেন শাফিন ইস্কাদার (ভাতিজা), অরনী ইস্কাদার (ভাতিজার স্ত্রী), অভিক ইস্কাদার (ভাতিজা), শাহরিয়া হক (ভাগিনা) কানিজ ফাতিমা (ছোট ভাইয়ের স্ত্রী)।
বিডি-প্রতিদিন/মাহবুব