১৬ সেপ্টেম্বর, ২০২০ ১৩:১৯

সীমিত পরিসরে খুলছে প্রত্নস্থল ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর

অনলাইন ডেস্ক

সীমিত পরিসরে খুলছে প্রত্নস্থল ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর

দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আজ খুলছে দেশের প্রত্নস্থল ও প্রত্নতাত্ত্বিক জাদুঘরগুলো। ফলে বুধবার থেকেই প্রত্নস্থল ও প্রত্নতাত্ত্বিক জাদুঘরগুলোতে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবে।

গণমাধ্যমকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক হান্নান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

হান্নান মিয়া বলেন, প্রত্নস্থল ও প্রত্নতাত্ত্বিক জাদুঘরগুলো আগের সময়সূচি অনুযায়ীই খোলা থাকবে। দর্শনীর সময় পর্যটক ও দর্শনার্থীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং প্রবেশের সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। 

তিনি বলেন, প্রত্ন-জাদুঘরগুলোতে প্রবেশের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিরাপত্তায় থাকা কর্মীরা স্বাস্থ্যবিধির বিষয়টি তদারকি করবেন। এছাড়া টিকিট কাউন্টারেও তদারকি থাকবে।

এর আগে, গত ১৮ মার্চ করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের সব প্রত্নস্থল ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর বন্ধ ঘোষণা করা হয়।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর