১৮ জানুয়ারি, ২০২১ ১০:৪৪

১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি

১০ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে টানা ১০ ঘণ্টা বন্ধ থাকার পর সোমবার সকাল ১০টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় ৫ শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি জানান, সোমবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে রাতে শত শত যানবাহন আটকা পড়েছে। রাতের নৈশকোচসহ বিভিন্ন পণ্যবাহী যানবাহন এখন সিরিয়ালের ভিত্তিতে পারাপার করা হবে।

দৌলতদিয়া ট্রাফিক পুলিশ সদস্যরা বলেন, মধ্যরাত থেকে কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। পারাপারের অপেক্ষায় যে সকল যানবাহন রয়েছে সিরিয়ালের ভিত্তিতে সেগুলো ফেরিতে তুলে দেওয়া হবে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর