২২ জানুয়ারি, ২০২১ ১৭:৫৫

শিগগিরই দেশে ফিরছেন ড. বিজন

অনলাইন ডেস্ক

শিগগিরই দেশে ফিরছেন ড. বিজন

ড. বিজন কুমার শীল। ফাইল ছবি

শিগগিরই দেশে ফিরছেন অণুজীব বিজ্ঞানী ও করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের ‘জি র‌্যাপিড ডট ব্লট’ কিট উদ্ভাবক ড. বিজন কুমার শীল। ইতোমধ্যে তিনি সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে ভিসার জন্য যোগাযোগ করেছেন।

আজ শুক্রবার বাংলাদেশের গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

ড. বিজন বলেন, ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আমাকে বাংলাদেশে কাজ করার অনুমতি দিয়েছে। গণবিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য কাজ করার অনুমতি দিয়েছে। এ সংক্রান্ত মেইল আমি বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্রের কাছ থেকে পেয়েছি। ইতোমধ্যে আমি সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকোমশনে যোগাযোগ করেছি। ভিসা আবেদন প্রক্রিয়ার মধ্যে আছি। ভিসা পেয়ে গেলে খুব শিগগিরই দেশে আসব।’

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর