দীর্ঘ চিকিৎসায় জোড়া মাথা আলাদা হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরলো পাবনার দুই বোন রাবেয়া-রোকেয়া। রবিবার দুপুরে সফল চিকিৎসা শেষে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে রাবেয়া-রোকেয়ার গৃহে প্রত্যাবর্তন অনুষ্ঠানে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।
এ সময় রাবেয়া-রোকেয়ার সঙ্গে কুশল বিনিময় করেন উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী রাবেয়া-রোকেয়াকে জিজ্ঞাসা করেন কেমন আছো? এ সময় দুই বোনের একজন জবাব দেয় ভালো। সঙ্গে সঙ্গে একজন প্রধানমন্ত্রী কেমন আছেন জানতে চায়। শিশুটির এমন সাবলীল জিজ্ঞাসায় অনুষ্ঠানে উপস্থিত সবাই হেসে ওঠেন। প্রধানমন্ত্রী জবাবে বলেন, ভালো। প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করেন, বাড়ি ফিরতে পেরে খুশি? এ সময় মাথা নেড়ে খুশির কথা জানায় শিশুটি।
এসময় প্রধানমন্ত্রী বলেন, আমি খুব আনন্দিত যে এত দীর্ঘ সময়ের পর রাবেয়া-রোকেয়ার সফল অস্ত্রোপচার হয়েছে। সবাই আন্তরিকভাবে কাজ করেছে বলেই আজ এ সাফল্য এসেছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ১ আগস্ট সিএমএইচ ঢাকায় জোড়া মাথা পৃথকীকরণের জটিল অপারেশনটি শুরু হয়। বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এটি একটি মাইলফলক ঘটনা। শিশু দু’টিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে অপারেশনের সবচেয়ে জটিল অংশ যমজ-মস্তিস্ক আলাদাকরণের কাজটি সিএমএইচ ঢাকায় সম্পন্ন করা হয়। এ ধরনের অপারেশন সারা বিশ্বেই বিরল এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রথম।
বিডি-প্রতিদিন/শফিক