বাংলাদেশ ফরেন ট্রেড ইন্সটিটিউটের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পদে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় থেকে সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দীন। সরকার তাকে এই পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। আজ তিনি নতুন কর্মস্থলে যোগ দেন।
বিএফটিআই বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ একটি সংস্থা যেটি অভ্যন্তরীণ এবং বহিঃবাণিজ্যের ব্যাপারে একটি থিংকট্যাংক হিসেবে কাজ করে। আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত বিভিন্নি পরামর্শ এবং মতামত সরকার ও বেসরকারি সংস্থাগুলোকে প্রেরণ করে।
ড. মো. জাফর উদ্দীন ইতোপূর্বে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং অর্থবিভাগের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে বি.কম, অনার্স এবং এম.কম ডিগ্রী অর্জন করেন। যুক্তরাজ্যের ইউনিভারসিটি অব আলস্টার থেকে তিনি সেকেন্ড মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি ফিলিপাইনের ইউনিভারসিটি অব ইস্ট থেকে 'ডক্টর অব বিজনেস এডমিনিস্ট্রেশন' ডিগ্রী অর্জন করেন।
বিডি প্রতিদিন/আল আমীন