দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে একাধিকবার হত্যাচেষ্টা পরিকল্পনাকারীদের গ্রেফতারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। শনিবার দুপুরে নগরীর কাদিরগঞ্জে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শুধু একজনকে গ্রেফতার করলে হবে না, নেপথ্যের কুশীলব ও মূল পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতার করতে হবে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম খোকন প্রমুখ।