৩০ নভেম্বর, ২০২১ ১৪:২৯

‘৬০ বছরের বেশি বয়সীদের দেয়া হবে বুস্টার ডোজ’

অনলাইন ডেস্ক

‘৬০ বছরের বেশি বয়সীদের দেয়া হবে বুস্টার ডোজ’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেয়া হবে। এছাড়াও করোনা নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত দেশগুলো থেকে আগতদের বাধ্যতামূলকভাবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা জানান। 

এ সময় মন্ত্রী জানান, ওমিক্রন শনাক্ত হওয়া আফ্রিকা মহাদেশ থেকে গত একমাসে দেশে আসা ২৪০ জনের কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। দুঃখের বিষয় তাদের ফোনও বন্ধ।

জাহিদ মালেক আরও বলেন, ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে করোনার নতুন ধরন ওমিক্রন বেশি ঝুঁকিপূর্ণ। ওমিক্রনের সংক্রমণ রোধে সরকার সতর্ক অবস্থানে রয়েছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর