১২ জানুয়ারি, ২০২৩ ২১:৪৫

শিমুল বিশ্বাসের মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক

শিমুল বিশ্বাসের 
মায়ের ইন্তেকাল

শামছুর রহমান শিমুল বিশ্বাস

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী কারাবন্দি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের মা খাদিজা বিশ্বাস আর নেই। বুধবার রাত ৩টায় পাবনার নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দাফন ও নামাজে জানাজার এখনো সিদ্ধান্ত হয়নি। শিমুল বিশ্বাস বর্তমানে কারাগারে থাকায় তার প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়েছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খাদিজা বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। এ ছাড়া গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। পৃথকভাবে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ এবং জাপা (জাফর) মহাসচিব আহসান হাবিব লিংকন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। 

বিডিপ্রতিদিন/কবিরুল

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর