সারাদেশে প্রধান শিক্ষক পদে বদলির কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)। প্রথম ধাপে একই উপজেলা/থানার মধ্যে বদলি হবে। পরে আন্তঃউপজেলা, আন্তঃজেলা, বিভাগ, মহানগর ও সিটি কর্পোরেশনে বদলি কার্যক্রম শুরু হবে।
গতকাল রবিবার ডিপিই থেকে সব বিভাগীয়, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই উপজেলার মধ্যে বদলি হতে আগ্রহী প্রধান শিক্ষকদের বদলির জন্য অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৩ আগস্ট শুরু হবে। চলবে ৫ আগস্ট পর্যন্ত।
৬ থেকে ৮ আগস্ট পর্যন্ত উপজেলা/থানা শিক্ষা অফিস আবেদন নিষ্পত্তি করবে। ৯ থেকে ১১ আগস্ট পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিস আবেদন নিষ্পত্তি করবে।
একই উপজেলার মধ্যে বদলির ক্ষেত্রে শিক্ষকদের আবেদন নিষ্পত্তি করবে জেলা শিক্ষা অফিস। তবে এক জেলা থেকে অন্য জেলা বা অন্য বিভাগে বদলির আবেদন নিষ্পত্তি করবে বিভাগীয় অফিস। শুধু মহানগর ও সিটি কর্পোরেশনের বদলির আবেদন নিষ্পত্তি করবে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ