বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) টিউশন ফি নীতিমালা-২০২৪ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
নীতিমালায় নতুন একটি বিষয় সংযোজন করা হয়েছে। যে কোনও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে একক খাতে বাৎসরিক আদায় ১০ লাখ টাকার অধিক হলে এই খাতের জন্য আলাদা ব্যাংক হিসাব খুলতে হবে। রবিবার (০৩ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক টিউশন ফি নীতিমালা-২০২৪ এর পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে বলা হয়, এই নীতিমালা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তর) এর টিউশন ফি নীতিমালা- ২০২৪ নামে অভিহিত হবে। নীতিমালা জারির তারিখ থেকে এটি কার্যকর হবে। সিটি কর্পোরেশন, মহানগর, অন্যান্য এলাকা (যথা- জেলা সদর, পৌর এলাকা, উপজেলা) তার আওতাধীন এলাকার জন্য টিউশন ফি নির্ধারণ করবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ