বিএনপিকর্মী মকবুল হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেনের আদালত শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন।
এ দিন কাজী জাফর উল্যাহর পক্ষে জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী। অন্যদিকে, জামিনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষ। উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন আদালত।
এর আগে, গত বছরের ১৯ সেপ্টেম্বর কাজী জাফর উল্যাহকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালিয়ে ভাঙচুর চালান।
কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
বিডি প্রতিদিন/কেএ