রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষককে হুমকি দিয়ে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিকসহ ৪ ছাত্রের নামে মামলা হয়েছে। ফিন্যান্স বিভাগের শিক্ষক হেদায়েত উল্লাহ বাদী হয়ে এ মামলা করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন নগরীর মতিহার থানার ওসি আব্দুল মালেক।
ওসি জানান, চেম্বারে ঢুকে হুমকিধামকি দিয়ে চাঁদাবাজির অভিযোগ এনে নাজমুস সাকিব, সুমন, সাজ্জাদ ও আতাউল্লাহর নামে মামলা করা হয়েছে। অভিযোগ যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, গত ১৪ মে কয়েক সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। এতে দেখা যায়, ফিন্যান্স বিভাগের শিক্ষক হেদায়েত উল্লাহ তার চেম্বারে এক ছাত্রীর সঙ্গে অবস্থান করছেন। ছাত্রী মাথায় কাপড় পেঁচিয়ে নিজেকে আড়াল করছেন। শিক্ষকও ক্যামেরা থেকে নিজেকে আড়ালের চেষ্টা করছেন। এ ঘটনার পর উভয়ের মধ্যে নেতিবাচক সম্পর্কে প্রশ্ন উঠে নানা আলোচনা-সমালোচনা চলতে থাকে।
শিক্ষক হেদায়েত উল্লাহও সংবাদ সম্মেলন করে জানান, সেদিন তাকে ভয়-ভীতি দেখিয়ে অভিযুক্তরা পাঁচ লাখ টাকা নিয়েছে। ছাত্রীর ক্ষতি করার হুমকি দিলে টাকা দিতে বাধ্য হন বলে জানান তিনি।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত নাজমুস সাকিব ও আতাউল্লাহর সঙ্গে যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/আরাফাত