শহীদ জুলাই দিবস উপলক্ষে আয়োজিত “জুলাই পুনর্জাগরণের অংশ হিসেবে রবিবার সকালে খাগড়াছড়ির মহালছড়িতে ক্যায়াংঘাট নতুন বাজার পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়। এতে বনজ, ফলজ, ওষুধিসহ নানা প্রজাতির গাছের চারা রয়েছে।
খাগড়াছড়ি জেলা পরিষদের সহযোগিতায় ফলজ, বনজ, ঔষধি বৃক্ষরোপণ ও চারা বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মোস্তাফিজুর রহমান। চারা বিতরণে আরো উপস্থিত ছিলেন, কংজপ্রু মারমা, ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান রুপেন্দু দেওয়ান, ইউনিয়ন বিএনপির সভাপতি সভাপতি মোঃ শাহাজাহানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ