কুমিল্লার বুড়িচংয়ে মসজিদের ভেতরে এশার নামাজরত অবস্থায় ছুরিকাঘাতের শিকার হয়েছেন সাইমন (২৯) নামে এক মোবাইল ব্যবসায়ী। শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল কলেজ ও উচ্চ বিদ্যালয় প্রবেশপথ সংলগ্ন মসজিদে এ ঘটনা ঘটে।
আহত সাইমন শংকুচাইল গ্রামের আলী হায়দারের ছেলে। শংকুচাইল বাজারে বুড়িচং সড়কের সিটি মার্কেটে ‘সাইমন টেলিকম’ নামে তার একটি দোকান রয়েছে।
আহতের ফুফাতো ভাই সজিব জানান, কয়েকদিন আগে স্থানীয় যুবক সুমন (২৫) সাইমনের দোকান থেকে একটি মোবাইল মেরামত করান। পরে টাকা না দিয়ে মোবাইলটি নিয়ে যেতে চাইলে সাইমন টাকা দেওয়ার অনুরোধ করেন। এতে সুমন ক্ষিপ্ত হয়ে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।
শনিবার রাতে সুমন মসজিদে এশার নামাজ পড়তে আসা সাইমনের পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
মসজিদের ইমাম হাফেজ কাজী মোঃ হানিফ বলেন, এশার ফরজ নামাজের দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সেজদার সময় হঠাৎ চিৎকার শুনি। নামাজ শেষে দেখি টাইলসের মেঝেতে রক্ত পড়ে আছে। মুসল্লিরা তখন আহত সাইমনকে উদ্ধার করেন।
বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বুড়িচং থানার ওসি আজিজুল হক জানান, ঘটনাটি তদন্ত করে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত সুমনকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
বিডি প্রতিদিন/আশিক