নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুশিয়ারা ইউনিয়নে ছোট ভাইয়ের স্ত্রী নাদিয়া আক্তারকে (২৫) কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন তার ভাসুর রবিউল হাসান আবির (৩০)।
রবিবার (৩ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী। অভিযুক্ত রবিউল উপজেলার মৃত আবুল হোসেনের ছেলে।
নিহত নাদিয়া আক্তার ময়মনসিংহ জেলার কানারামপুর এলাকার বাসিন্দা। তিনি শাহজাহান দেওয়ানের মেয়ে।
ঘটনার পর রবিউল নিজেই বন্দর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, নাদিয়ার স্বামী রাসেল কিছুদিন আগে একটি এনজিও থেকে বড় ভাই রবিউলের নামে ঋণ নেন। তবে সে ঋণের টাকা পরিশোধ না করে আত্মগোপনে চলে যান। ফলে ঋণের দায় গিয়ে পড়ে রবিউলের ওপর। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল।
রবিবার সকালে ওই বিরোধের জের ধরে কথা-কাটাকাটির একপর্যায়ে রবিউল হাসান একটি ধারালো চাকু দিয়ে নাদিয়াকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, সকালে রবিউল তার ছোট ভাইয়ের বউ নাদিয়া আক্তারকে চাকু দিয়ে আঘাত করে হত্যা করে। পরে হত্যাকারী রবিউল থানায় এসে আত্মসমর্পণ করেন। তিনি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।
বিডি প্রতিদিন/জামশেদ