বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে রবিবার সিডনির ওরান পার্কে অনুষ্ঠিত হলো এক স্মরণসভা। সংস্কৃতি কেন্দ্র আয়োজিত এই সভাটি অনুষ্ঠিত হয় ক্যাথরিন পার্ক কমিউনিটি সেন্টার, ওরান পার্কে।
সংস্কৃতি কেন্দ্রের পক্ষে সৈয়দ সামনান স্বাগত বক্তব্যে অস্ট্রেলিয়ার আদিবাসীদের স্বীকৃতি জানিয়ে জুলাই গণঅভ্যুত্থান এবং আজকের অনুষ্ঠানের প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সভায় অংশগ্রহণকারীরা জাতীয় ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায়কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে মূল্যায়ন করেন। বিশেষ করে সেইসব তরুণ ছাত্রদের আত্মত্যাগ ও সাহসিকতার কথা উঠে আসে বক্তৃতায়, যারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জীবন উৎসর্গ করেছিলেন।
অনুষ্ঠানে “ওপেন মাইকের” ব্যবস্থা রাখা হয় যাতে আগত অতিথিরা যে কেউ তাদের অনুভূতি, অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করতে পারেন। সিডনির নানা প্রান্ত থেকে আগত বিভিন্ন প্রজন্মের অংশগ্রহণকারীরা গণআন্দোলনের তাৎপর্য এবং বর্তমান প্রেক্ষাপটে তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন।
আয়োজকরা জানান, এই অনুষ্ঠান শুধুমাত্র একটি স্মরণসভা নয় বরং ভবিষ্যৎ প্রজন্মকে গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও মানবাধিকারের গুরুত্ব অনুধাবন করানোর একটি প্রচেষ্টা।
উপস্থিত অতিথিরা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন উন্মুক্ত পরিবেশের গঠনমূলক আলোচনা অনুষ্ঠান অব্যাহত রাখার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল