চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর থেকে মোহাম্মদ ইয়াছিন (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয় ফায়ার সার্ভিস। রবিবার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইয়াছিন কক্সবাজার জেলার রামু উপজেলার বাসিন্দা। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শবর্তী একটি রেস্টুরেন্টের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাতে আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মুজিবুর রহমান জানান, রবিবার সকাল ১০টার দিকে পুকুরে গোসল করতে যান ইয়াছিন। দীর্ঘ সময় না আসায় রেস্টুরেন্টের মালিক ও স্থানীয়রা খোঁজাখুঁজি করতে থাকেন। এসময় পুকুর ঘাটে তার পরনের স্যান্ডেল, কাপড় ও সাবান দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল গিয়ে সেখানে খোঁজ শুরু করে। প্রায় ১ ঘন্টা পর ইয়াছিনের লাশ পাওয়া যায়। আইনি প্রক্রিয়া শেষে ইয়াছিনের লাশ পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।
বিডি প্রতিদিন/এএম