চীনের স্কুল বালিকা জু জিদি এখন বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে পদকজয়ী সবচেয়ে কম বয়সি সাঁতারু। মাত্র ১২ বছর বয়সে এ প্রতিযোগিতায় গড়েছে নজিরবিহীন এ কীর্তি। সিঙ্গাপুরে চলমান এ প্রতিযোগিতায় মেয়েদের ৪ গুণিতক ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ব্রোঞ্জপদক জেতে চীন। সেই দলের সদস্য হিসেবে পদক পেয়েছে জু জিদি। কিন্তু মজার বিষয় হলো, বৃহস্পতিবার ফাইনালে খেলেনি সে। তবু পেয়েছে পদক। মূলত সপ্তাহের শুরুতে মেয়েদের ৪ গুণিতক ২০০ মিটার ফ্রিস্টাইলে রিলের হিটে সাঁতরেছিল জিদি। কিন্তু সেখানে খুব বেশি দূর যেতে পারেনি। তবে নিয়ম অনুযায়ী রিলের ক্ষেত্রে দল পদক পেলে হিটে অংশ নেওয়া সাঁতারুরাও পদক জেতার মর্যাদা পান। সে নিয়মেই পদক জিতে ইতিহাস গড়ল চীনের এ সাঁতারু। জু জিদি বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়লেও বিশ্বের সর্বকনিষ্ঠ সাঁতারুর রেকর্ডটি ডেনমার্কের সাঁতারু ইনগে সোরেনসেনের। ১৯৩৬ বার্লিন অলিম্পিকে ১১ বছর ১১ মাসে ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ব্রোঞ্জ জিতেছিলেন সোরেনসেন।
আর জু জিদির সাফল্য বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে। জু জিদির বয়স এখন ১২ বছর ৯ মাস। এ প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া স্বর্ণ, যুক্তরাষ্ট্র রুপা এবং চীন তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছে। সেই ব্রোঞ্জের ভাগিদার হয়েছে জু জিদিও।