দুই মাস বিরতির পর আবারও মাঠে গড়িয়েছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়নস লিগ। নতুন ফরম্যাটে শুরু হওয়া এ আসর গত মৌসুমে এনেছিল নাটকীয়তা, উত্তেজনা আর চমক। এবারও ব্যতিক্রম কিছু হবে না বলেই ধারণা ফুটবল বিশ্বে। আজ মাঠে গড়াবে বেশ কয়েকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। রাত ১টায় অ্যালিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও চেলসি। উয়েফার আগের চারবারের দেখায় জার্মান চ্যাম্পিয়নসরাই এগিয়ে রয়েছে। একই সময়ে দ্য প্রিন্সেস স্টেডিয়ামে নামবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও আটলান্টা। এ প্রতিযোগিতায় এটি দুই দলের দ্বিতীয় দেখা। ২০১৯-২০ মৌসুমের কোয়ার্টার ফাইনালের প্রথম দেখায় জিতেছিল ফ্রান্সের দলটি। জন ক্রুইফ অ্যারেনায় আরেক ম্যাচে ডাচ্ দল আয়াক্স নামবে ইতালির ইন্টার মিলানের বিপক্ষে। তাদের বিপক্ষে টুর্নামেন্টে এখন পর্যন্ত চারবারের মধ্যে তিনবারই এগিয়ে ইতালিয়ানরা। রাত ১টায় অ্যানফিল্ডে মুখোমুখি হবে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল ও স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। এ প্রতিযোগিতায় দুই দলের প্রথম চারবারের দেখায় সবকটিতেই জয় পায় মাদ্রিদ। এবার আট গ্রুপের বদলে ৩৬ দলের লিগ পর্ব চালু করেছে উয়েফা।
ফলে প্রতিদ্বন্দ্বিতায় এসেছে ভিন্নতা। গ্রুপ পর্বে আগে একই দলের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে দুটো করে ম্যাচ খেলতে হতো। এখন আটটি ভিন্ন দলের বিপক্ষে খেলতে হবে। ফলে প্রথম পর্বেই ম্যাচের সংখ্যা বেড়েছে।