প্রথম আসরের পর জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয়টি আরও উৎসবমুখর করতে বেশ তৎপর ছিল ক্রিকেট বোর্ড বিসিবি। বাড়ানো হয় খেলার ভেন্যু। উইকেটেও আনা হয় ভিন্নতা। আসন্ন টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে এমন আয়োজনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ ছাড়া এনসিএল টি-২০ দ্বিতীয় আসর নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে উচ্ছ্বাস ছিল বেশ। বিশেষ করে রাজশাহী ও বগুড়ায় টুর্নামেন্টের ম্যাচ রাখায় সেখানেও দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। টুর্নামেন্টের সূচি অনুযায়ী মাঠে গড়ায় খেলা। কিন্তু টুর্নামেন্ট শুরুর একদিন পরই বৃষ্টির কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এনসিএল। গত ১৪ সেপ্টেম্বর এ টুর্নামেন্টের দ্বিতীয় আসরের উদ্বোধন হয়। সেদিন রাজশাহী স্টেডিয়ামে অনুষ্ঠিত ঢাকা মেট্রো ও রাজশাহীর ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কা দেখা দেয়। শেষ পর্যন্ত ৫ ওভার করে ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে বৃষ্টি আইনে ৭ উইকেটের জয় পায় ঢাকা মেট্রো। একই দিনে বৃষ্টির কারণে বগুড়ায় সিলেট ও রংপুরের ম্যাচটি পরিত্যক্ত হয়। আবহাওয়া পূর্বাভাসে পরবর্তী দুই দিন বৃষ্টির শঙ্কায় রাজশাহীতে ম্যাচ স্থানান্তরিত করেও লাভ হয়নি।
সেখানেও বৃষ্টির থাবা। টানা তিন দিনে ছয় ম্যাচের মাত্র একটি মাঠে গড়ায়, বাকি পাঁচটি পরিত্যক্ত হয়। আবহাওয়া কবে স্বাভাবিক হবে তা জানাতে পারেনি টুর্নামেন্ট কমিটি। তাই শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এনসিএল স্থগিত করা হয়েছে।