এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে সুপারফোরের আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। গতকাল আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে টাইগাররা। প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ৫ উইকেটে ১৫৪ রান করে। জবাবে আফগানিস্তান ২০ ওভারে ১৪৬ রান করে অলআউট হয়। এ জয়ে দুই ম্যাচে চার পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ। সমান পয়েন্ট নিয়েও রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে আছে শ্রীলঙ্কা। সুপারফোরে খেলার জন্য বাংলাদেশকে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। কাল একই স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ ম্যাচে লঙ্কানরা জিতলেই বাংলাদেশ সুপারফোর খেলবে। আফগানিস্তান জিতে গেলেই জটিল সমীকরণ কষতে হবে বাংলাদেশকে।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। দুই ওপেনার অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে শুরুতেই আফগান বোলারদের ওপর চড়াও হন। ৬ ওভার ৪ বল খেলে উদ্বোধনী জুটিতে ৬৩ রান যোগ করেন সাইফ হাসান ও তানজিদ হাসান। সাইফ ২৮ বলে ২টি চার ও ১টি ছক্কার মারে ৩০ করে রশিদ খানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। তানজিদ হাসান ৩১ বলে ৪টি চার ও ৩টি ছক্কার মারে ৫২ রান করেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেন তানজিদই। তিনি নুর আহমেদের বলে ইব্রাহিম জাডরানকে ক্যাচ দিয়ে উইকেট ছাড়েন। অধিনায়ক লিটন দাস বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। তিনি ১১ বলে ৯ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন নুর আহমেদের বলে। তাওহিদ হৃদয় ২০ বলে ২৬ রান করে দলের রান কিছুটা বাড়িয়ে দেন। তবে শুরুর দিকের ঝড় আর ধরে রাখতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। শেষদিকে শামীম ১১ বলে ১১ রান করে আউট হন। জাকের আলি ১৩ বলে ১২ ও নুরুল হাসান ৬ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। আফগানিস্তানের পক্ষে রশিদ খান ও নুর আহমদ দুটি করে উইকেট শিকার করেন। বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে।
বোলিংয়ে এসে বাংলাদেশকে প্রথম বলেই উইকেট উপহার দেন নাসুম আহমেদ। লেগ বিফোরের ফাঁদে ফেলেন সেদিকুল্লাহকে। শূন্য রানে উইকেট ছাড়েন আফগান এ ওপেনার। এরপর ইব্রাহিম জাডরানের উইকেটও লেগ বিফোরের ফাঁদে ফেলে শিকার করেন নাসুম। মাত্র ৫ রানে সাজঘরে ফেরেন ইব্রাহিম। নাসুম নিজের প্রথম তিন ওভারে মাত্র ৭ রান দিয়ে শিকার করেন দুই উইকেট। একটি মেডেন ওভারও নেন তিনি। মোট চার ওভারে ১১ রান দেন নাসুম। রাহমানুল্লাহ গুরবাজ বড় ইনিংস গড়ার পথে ছুটছিলেন। তাকে থামিয়ে দেন রিশাদ হোসেন। ৩১ বলে ৩৫ রান করে জাকের আলিকে ক্যাচ দিয়ে উইকেট ছাড়েন গুরবাজ। তিনি ২টি চার ও ২টি ছক্কা হাঁকান। গুলবদিন নাইব ১৪ বলে ১৬ রান করে রিশাদকে ফিরতি বলে ক্যাচ দেন। মোহাম্মদ নবী বিপদ বাড়ানোর আগেই তাকে শিকার করেন মুস্তাফিজ। ১৫ বলে ১৫ রান করে বোল্ড হন নবী। আজমতুল্লাহ ওমরজাই ১৬ বলে ৩০ রান করে আফগানিস্তানকে স্বপ্ন দেখাচ্ছিলেন। তিনি ১টি চার ছাড়াও ৩টি ছক্কা হাঁকান। তাসকিনের বল সাইফ হাসানকে ক্যাচ দেন ওমরজাই। করিম জানাট ৬ রান করে রানআউটের শিকার হন। আফগান অধিনায়ক রশিদ খান ১১ বলে ২০ রান করে মুস্তাফিজের বলে তাসকিনকে ক্যাচ দিয়ে উইকেট ছাড়েন। নুর আহমেদ ১৪ রান করেন। মুস্তাফিজ ৩ উইকেট শিকার করেন ২৮ রানে। তাসকিন ২ উইকেট নেন ৩৪ রানে।
স্কোর কার্ড
বাংলাদেশ : ১৫৪/৫ ২০ ওভার
আফগানিস্তান : ১৪৬/১০ ২০ ওভার
ফল : বাংলাদেশ ৮ রানে জয়ী
ম্যাচসেরা : নাসুম আহমেদ