হকি যুব বিশ্বকাপে বাংলাদেশ খেলবে এফ গ্রুপে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং দক্ষিণ কোরিয়া। হকিতে এ দলগুলোর রয়েছে শক্ত অবস্থান। সে তুলনায় বাংলাদেশ বেশ দুর্বল দল। তবে এই বাংলাদেশকে শক্তিশালী করে গড়ে তোলার চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করেছেন ডাচ্ কোচ সিগফ্রিড আইকম্যান। বিশেষ করে নজর দিয়েছেন ডিফেন্স লাইনে। গতকাল এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন আইকম্যান।
বাংলাদেশ দল সম্পর্কে ডাচ্ কোচ বলেন, ‘আমরা অবশ্যই অগ্রগতি করছি, কিন্তু আমরা অনেক কিছু পরিবর্তন করতে চাই। আর মূল বিষয় হলো, আমাদের বুঝতে হবে যে আমরা এখানে সেরা দল নই। আমি এখন ছেলেদের শেখানোর চেষ্টা করছি কীভাবে কাঠামোর মধ্যে থেকে, শৃঙ্খলা মেনে এবং দল হিসেবে খেলতে হয়।’ তিনি বলেন ডিফেন্স নিয়েই বেশি কাজ করছে বাংলাদেশ দল। ‘আমরা এখন রক্ষণ নিয়ে খুব পরিশ্রম করছি। বল কীভাবে রক্ষা করতে হয়, সেটি নিয়ে। আমরা রক্ষণের পাঁচটি গুরুত্বপূর্ণ কৌশল নিয়ে কাজ করছি। টাইমিং, ফুটওয়ার্ক, প্রেসিং, বিভিন্ন গতি ও দিক থেকে ডিফেন্ড করা। আমাদের অনুশীলনগুলো ম্যাচের মতোই। খেলায় যেসব পরিস্থিতি আসবে, অনুশীলনে সেগুলো করা হচ্ছে। এতে খেলোয়াড়রা বুঝতে পারবে যে, দলে ও ম্যাচে তাদের কী ভূমিকা এবং দায়িত্ব।’ এরই মধ্যে ২৬ জনে নেমে এসেছে দলের সদস্য সংখ্যা। এদের মধ্য থেকেই চূড়ান্ত দল বেছে নেবেন কোচ। এর আগে মালয়েশিয়ায় বিশ্বকাপের প্রস্তুতি নেবেন যুব দলের হকি খেলোয়াড়রা। সেখানে অন্তত চারটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে। পাশাপাশি ইউরোপেও সফর করতে চায় বাংলাদেশ। সেখানে সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার মতো দলের সঙ্গে খেলার ব্যাপারে আলোচনা চলছে।
মালয়েশিয়া সফর ও ইউরোপ সফরের পরও বেশি কিছুদিন সময় হাতে থাকবে আইকম্যানের। যুব হকি বিশ্বকাপে ভালো ফল উপহার দেওয়ার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করার কথাই জানিয়েছেন। বাংলাদেশ প্রথমবারের মতো যুব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে অনুষ্ঠিত হবে হকির যুব বিশ্বকাপ। এখানে বাংলাদেশ গ্রুপ পর্বে ২৯ নভেম্বর প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এরপর ৩০ নভেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২ ডিসেম্বর ফ্রান্সের মুখোমুখি হবে আইকম্যানের শিষ্যরা।