রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক নিয়োগে চাকরি প্রত্যাশী এক প্রার্থীর আবেদনে জামায়াত নেতা সুপারিশ করেছেন। এমন একটি আবেদন ভুলক্রমে উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খানের ফেইসবুক স্টোরিতে প্রকাশিত হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনা চলছে। নিয়োগ কার্যক্রমের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। আজ রবিবার প্রথম প্রহরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দুঃখপ্রকাশ করে উপ-উপাচার্য বলেন, আমার ফোন নিয়ে ছেলে গেম খেলছিল। তখন হয়তো ভুলবশত স্টোরি এসে গেছে। এমন অনেক সুপারিশ প্রতিনিয়ত আসছে। অনেকে ফোন করে হোয়াটসঅ্যাপে আবেদন দেয়, কেউ টেক্সট করে। রুয়ার (রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন) নির্বাচনের সময় এক সাবেক এমপির সঙ্গে পরিচয় হয়, তিনি এই প্রবেশপত্র পাঠান। এমন ডজনখানেক সুপারিশ আমার ফোনে আছে। তবে এগুলো কোনোভাবেই লিখিত এবং মৌখিক পরীক্ষায় প্রভাব ফেলে না।
জানা গেছে, চাকরি প্রত্যাশী ওই প্রার্থী আজমিরা আরেফিন। আগামী ৪ আগস্ট উপাচার্যের বাসভবনে তার ভাইভা অনুষ্ঠিত হবে। তার চাকরির বিষয়ে সুপারিশ করেছেন চাপাইনবাবগঞ্জের সাবেক এমপি ও জামায়াত নেতা লতিফুর রহমান।
এদিকে, মুহূর্তেই ভাইরাল হওয়া স্টোরি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ ও পেজে শেয়ার হয়। এতে বিভিন্ন সমালোচনা হতে থাকে। নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
বিডি প্রতিদিন/জুনাইদ