জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগে সমাবেশ করতে যাচ্ছে বিএনপির ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার দুপুর আড়াইটায় এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই শাহবাগে জড়ো হতে শুরু করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
রাজধানীসহ দেশের নানা প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল এসে সমাবেশস্থলে যোগ দিচ্ছে। নেতাকর্মীরা হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে স্লোগানে মুখর করছেন এলাকা।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সংবাদমাধ্যমকে বলেন, আজ শাহবাগে ছাত্রদলের ইতিহাসের সবচেয়ে বড় ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
তিনি বলেন, 'গত ১৭ বছর বাংলাদেশের গণতান্ত্রিক ধারা বাধাগ্রস্ত ছিল। সেই সময়ে জীবনবাজি রেখে তরুণরা স্বৈরাচার শেখ হাসিনার দুঃশাসনের অবসান ঘটিয়েছে। আজকের সমাবেশ সেই সাহসী তরুণদের সম্মিলিত প্রয়াসের প্রতিফলন।'
নাছির আরও বলেন, সমাবেশে লাখো নেতাকর্মীর পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও অংশ নেবেন বলে তারা আশা করছেন।
ছাত্রদলের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দলের ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সভাপতিত্ব করবেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
বিডি প্রতিদিন/জুনাইদ