চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে সুবিধাভোগীদের মাঝে ১২ লাখ টাকার নগদ ঋণ বিতরণ করা হয়েছে।
রবিবার (৩ আগস্ট) দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঋণের অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল ইসলাম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোনাইন বিন জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা এলিজা খাতুন, পানি সম্পদ কর্মকর্তা ডা. শারমিন আক্তার এবং ইউজিডিপি কর্মকর্তা ইমরান আলী।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিধবা, প্রতিবন্ধী, অনগ্রসর জনগোষ্ঠীসহ ৩৩ জন সুবিধাভোগীর মাঝে ১২ লাখ টাকার নগদ ঋণ বিতরণ করা হয়। পাশাপাশি, ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে ১৫ জনের মাঝে ছাগল, মুরগি, ডিমসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ