চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহনের চাপ, দুর্ঘটনা ও দীর্ঘদিনের অবহেলার প্রতিবাদে এবং মহাসড়কটি ৬ লেনে উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছে রামুর সাধারণ মানুষ।
মঙ্গলবার (২০ মে) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত রামু বাইপাস ফুটবল চত্বরে ‘সম্মিলিত নাগরিক পরিষদ, রামু’র উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রামু উপজেলার অর্ধশতাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় সচেতন নাগরিকরা।
সমাবেশে বক্তারা বলেন, ১৫৮ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ততম সড়ক হলেও এর অধিকাংশ অংশই এখনও মাত্র ১৮ থেকে ৩৪ ফুট প্রশস্ত। সরু ও আঁকাবাঁকা রাস্তা, অপরিকল্পিত উপসড়ক সংযোগ এবং অতিরিক্ত যানবাহনের চাপে প্রায়শই ঘটে দুর্ঘটনা।
বক্তারা আরও বলেন, শুধু পর্যটন নয়, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, টেকনাফ স্থলবন্দর, এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল কক্সবাজারে অবস্থিত হওয়ায় মহাসড়কটির গুরুত্ব বহুগুণে বেড়েছে। অথচ জাতীয় রাজস্বে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও কক্সবাজার উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে।
তারা দ্রুত এই মহাসড়কটি ৬ লেনে উন্নীত করার দাবি জানান এবং বলেন, উন্নয়ন প্রকল্পে বারবার অবহেলার শিকার হচ্ছে কক্সবাজার।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা রামু উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
বিডি প্রতিদিন/মুসা