ফিলিস্তিনের গাজা উপত্যকার চলমান যুদ্ধ বন্ধ না থামালে ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার করে নিতে পারে যুক্তরাষ্ট্র— এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
একটি সূত্রের বরাতে প্রভাবশালী এই মার্কিন পত্রিকাটি জানায়, “ট্রাম্পের লোকজন ইসরায়েলকে সাফ জানিয়ে দিয়েছে— যুদ্ধ না থামালে আমরা তোমাদের ত্যাগ করব”। সূত্রটির দাবি, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ থামানোর রাজনৈতিক সক্ষমতা রয়েছে, কিন্তু তিনি সেই ইচ্ছা দেখাচ্ছেন না।
প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প তার সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলকে অন্তর্ভুক্তই করেননি, যা নেতানিয়াহুর ওপর চাপের আরেকটি ইঙ্গিত। গাজায় মানবিক ত্রাণ প্রবেশে সম্মতি দিতে বলেও ট্রাম্প শিবিরের পক্ষ থেকে ইসরায়েলের ওপর চাপ আসছে।
‘ক্ষুধার্ত শিশু ও মরতে থাকা মানুষের ছবি আমাদের মিত্ররাও সহ্য করতে পারছে না’— নেতানিয়াহু এমন মন্তব্য করে আগে সীমিত আকারে গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছিলেন। সূত্রটি জানায়, গত রবিবার রাতে ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু এই সিদ্ধান্তকে ‘মাত্র একটি কৌশলগত বিষয়’ বলে তুলে ধরেছিলেন, যেন এতে রাজনৈতিক দায় না পড়ে।
এদিকে ট্রাম্প শিবিরের কাছ থেকে এই হুঁশিয়ারি এমন এক সময় এলো, যখন ওয়াশিংটন ও তেল আবিবের সম্পর্ক ক্রমেই টানাপোড়েনে পড়ছে।
ট্রাম্পের ঘনিষ্ঠ মহল মনে করে, নেতানিয়াহু এখন এমন অবস্থানে পৌঁছেছেন যেখানে তিনি যুক্তরাষ্ট্রের ওপর প্রভাব খাটাচ্ছেন এবং যুক্তরাষ্ট্র নিজেও এখন তার দ্বারা প্রভাবিত হচ্ছে। এই ধারণা থেকেই ট্রাম্প সরাসরি নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগও কমিয়ে দিয়েছেন।
এছাড়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি ইসরায়েল সফর বাতিল বা পিছিয়ে দিয়েছেন, যা ট্রাম্প শিবিরের অসন্তোষের একটি বড় ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: আনাদোলু এজেন্সি
বিডি প্রতিদিন/একেএ