সাম্য হত্যা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় বিচার দাবিতে প্রতিবাদী জমায়েত করেছে ছাত্রদল।
মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ প্রতিবাদ জানানো হয়।
এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সাম্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অথচ অপরাধীদের শাস্তি নিশ্চিত হচ্ছে না। অবিলম্বে সকল অপরাধীকে গ্রেফতারের মাধ্যমে বিচার নিশ্চিত করার দাবি জানাই।
তিনি বলেন, এই ক্যাম্পাসও অনিরাপদ হয়ে উঠেছে। সন্ধ্যার পর ক্যাম্পাসে শাওন নামের এক ছাত্রকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করা হয়েছে। এমন ঘটনা শিক্ষার্থীদের আতঙ্কিত করেছে। অথচ প্রশাসনের কার্যকরী পদক্ষেপ দেখছি না। অবিলম্বে অপরাধীকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
কর্মসূচিতে শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/একেএ