ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, সাম্য হত্যাকাণ্ডের ৭ দিন পার হয়ে গেলেও প্রকৃত খুনিদের গ্রেফতার করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন। ঢাবি ভিসিকে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে অতিদ্রুত পদত্যাগ করতে হবে। যদি তা না করেন ছাত্রদল জানে কীভাবে ক্ষমতার মসনদ থেকে টেনে নামাতে হয়।
মঙ্গলবার বিকেলে ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত প্রকৃত খুনিদের অতিদ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ ছাত্রদল। অবরোধ-বিক্ষোভে অংশ নিয়ে এসব কথা বলেন ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক।
ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, অতিদ্রুত যদি সাম্যের হত্যাকাণ্ডের প্রকৃত খুনিদের গ্রেফতার করে বিচার করতে না পারেন, আমরা যমুনা ঘেরাও করবো। একদল শিক্ষার্থীকে দেখছি সাম্যের হত্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তারা এটা বন্ধ না করলে তাদের দাঁতভাঙা জবাব দেবে ছাত্রদল।
ঢাবি উপাচার্যকে উদ্দেশ্য করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমদ খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা করেছেন। তিনিও একজন বহিরাগত। আমাদের আকাঙ্ক্ষা ছিল তিনি আমাদের নিরাপদ ক্যাম্পাস উপহার দেবেন। কিন্তু তার আমলে আমার ভাই সাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাই এই ভিসিকে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে অতিদ্রুত পদত্যাগ করতে হবে। যদি তা না করেন ছাত্রদল জানে কীভাবে ক্ষমতার মসনদ থেকে টেনে নামাতে হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, শাহরিয়ার আলম সাম্য হত্যার ৭ দিন অতিবাহিত হয়েছে কিন্তু আমরা জানতে পারিনি সাম্যের প্রকৃত হত্যাকারী কারা। ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন প্রান্তে ছাত্রদলের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। একইভাবে আমাদের ভাই সাম্যকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। ছাত্রদলের আর কোনো নেতাকর্মীর গায়ে যদি আঘাত করা হয় তাহলে সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ছাত্রদল দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
ছাত্রদল সাধারণ সম্পাদক সরকারের প্রতি আহ্বান জানান, শাহরিয়ার আলম সাম্যের হত্যাকারীদেরকে অতিদ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যায় প্রশাসনের ব্যর্থতার দায় নিয়ে ভিসি এবং প্রক্টরের পদত্যাগের দাবি জানান তিনি।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, সাম্য হত্যার দায়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আমাদের নিশ্চয়তা দেওয়া হয়নি যে এই তিনজনই সাম্য হত্যার প্রকৃত খুনি। ৭ দিন অতিবাহিত হওয়ার পর তাদের ৪ দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। কাল বিলম্ব করে সাম্যের প্রকৃত খুনিদের এখনও গ্রেফতার করা হয়নি। ছাত্রদল ৭ দিন সাম্য হত্যার বিচারের দাবিতে রাজপথে কর্মসূচি পালন করছে, আমরা আমাদের ভাই হত্যার বিচার রাজপথ থেকে আদায় করবো।
শাহবাগ অবরোধ করে এ অবস্থান কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ ঢাকার বিভিন্ন কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত