রাজধানীর ধানমন্ডিতে কসমস হলিডের অফিসে কসমস হলিডে ও বগুড়া প্রফেশনালস্ ক্লাব (বিপিসি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
সমঝোতা স্মারক স্বাক্ষর করেন কসমস হলিডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সাব্বির আহমেদ বিপিসির পক্ষে বিপিসির ক্লাব সেক্রেটারি মুহাম্মাদ মাছুদুর রহমান। এসময় আর ও উপস্থিত ছিলেন বিপিসির প্রেসিডেন্ট মুনজুরুল করিম, এক্সিকিউটিভ মেম্বার আকিব আল রাব্বি, অ্যাডভোকেট সুলতান আহমেদ, লাবনী খাতুন ও কসমস হলিডের বিজনেন ডিভেলপমেন্ট ম্যানেজার সুলতান মাহমুদ।
সমঝোতা স্মারকের অধীনে বিপিসির নিবন্ধিত সদস্যরা বিশেষ সুবিধা পাবেন।
বিডি প্রতিদিন/আরাফাত