আইসিসির কাছ থেকে বড় সুসংবাদ পেয়েছেন ভারতের তারকা ক্রিকেটার অভিষেক শর্মা। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন ভারতের বাঁহাতি এই ওপেনার। তাতে ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে শীর্ষে উঠেছেন তিনি। ২৪ বছর বয়সী বিধ্বংসী ব্যাটারের আগে চূড়ায় উঠেছিলেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব।
ভারতের হয়ে শুধু টি-টোয়েন্টি খেলা অভিষেক সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি। ইংল্যান্ডের বিপক্ষে বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকিয়ে র্যাংকিংয়ের দুইয়ে জায়গা পেয়েছিলেন। ট্রাভিস হেডের অবনতি হওয়ায় এবার শীর্ষে উঠেছেন তিনি। ভারতীয় ব্যাটারের রেটিং এখন ৮২৯। আর এক ধাপ পিছিয়ে ৮১৪ রেটিংয়ে দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার।
শীর্ষ দশে বড় লাফ দিয়েছেন জশ ইংলিস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করায় ৬ ধাপ এগিয়ে ৯ নম্বরে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া ব্যাটার। অন্যদিকে ২ ধাপ পিছিয়ে ১১ নম্বরে জায়গা পেয়েছেন যস্বশী জয়সওয়াল। অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরি (৩৭ বলে) করা টিম ডেভিড ১২ ধাপ এগিয়ে ১৮ নম্বরে জায়গা পেয়েছেন।
বাংলাদেশের হয়ে ৫ ও ৬ ধাপ পিছিয়ে ৪৩ ও ৫৯ নম্বরে আছেন তানজিদ হাসান তামিম ও জাকের আলী অনিক। বোলারদের র্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা পেয়েছেন নাথান এলিস। শীর্ষ দশে আর কোনো পরিবর্তন নেই। ৭১৭ রেটিংয়ে শীর্ষে আছেন জ্যাকব ডাফি। অলরাউন্ডারে যথারীতি শীর্ষে আছেন ২৫২ রেটিংধারী ভারতীয় হার্দিক পান্ডিয়া।
অন্যদিকে টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে আগে থেকেই শীর্ষে আছেন জো রুট। এবার জায়গাটা আরো মজবুত করেছেন তিনি। ভারতের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে ১৫০ রানের ইনিংস খেলে রেটিং দাঁড় করিয়েছেন ৯০৪-এ। ইংল্যান্ডের ব্যাটারের সতীর্থ বেন ডাকেটেরও উন্নতি হয়েছে। ৫ ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা পেয়েছেন তিনি (১০ নম্বরে)। অন্যদিকে জয়সওয়ালের (৮) তিন ধাপ অবনতি হওয়ায় এক ধাপ করে উন্নতি হয়েছে ঋষভ পন্ত (৭), কামিন্দু মেন্ডিস (৬) ও টেম্বা বাভুমার (৫)।
বোলারদের র্যাংকিংয়ে শীর্ষ ১৩ নম্বরে কোনো পরিবর্তন নেই। ৮৯৮ রেটিংয়ে চূড়ায় আছেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ। তবে অলরাউন্ডারের র্যাংকিংয়ে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন বেন স্টোকস। ৩ ধাপ এগিয়ে তিনে জায়গা পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। তাকে জায়গা দিতে পর্যায়ক্রমে এক ধাপ করে পিছিয়েছেন উইয়ান মুল্ডার, প্যাট কামিন্স ও মার্কো ইয়ানসেন। আর শীর্ষ দুইয়ে আছেন মেহেদী হাসান মিরাজ (২) ও রবীন্দ্র জাদেজা।
বিডি প্রতিদিন/নাজিম